ছবি : সংগৃহীত

মাগরিবের নামাজে অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়। দেখা যায় কোনো কাজ শেষ করে পড়ছি কিংবা পড়া শুরু করছি— করতে করতে দেরি হয়ে পড়ে। তখন কেউ কেউ বলেন যে, মাগরিবের নামাজ অল্প সময় থাকে। তাই এখন আর ওয়াক্ত নেই। তাই জেনে রাখা জরুরি যে, মাগরিবের নামাজের সময় কতক্ষণ থাকে?

এই প্রশ্নে উত্তর হলো- মাগরিবের নামাজের সময় সময় কিছুটা কম থাকে। তবে তা এশার সময় শুরুর পূর্ব পর্যন্ত। তাই মাগরিবের নামাজ ওয়াক্ত থাকতে যত তাড়াতাড়ি পড়া নেওয়া যায় উত্তম। অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়। তাই তখনই যত তাড়াতাড়ি পড়া সম্ভব হয়— নামাজ আদায় করে নেবে। এতে যত তাড়াতাড়ি পড়তে পারবেন, ততই আপনি সওয়াব বেশি পাবেন।

যদি কোনো একান্ত প্রয়োজনে বিলম্ব করতে হয়— তাহলে আপনি যে জায়গায় আছেন, সেখানে এশার নামাজের সময় ও ওয়াক্ত কখন শুরু হয়; তা দেখে নেবেন। আপনারা ইসলামিক ফাউন্ডেশনের স্থায়ী ক্যালেন্ডারে যে নামাজের সময়সূচি দেওয়া হয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। অতএব, এশার ওয়াক্ত শুরু হওয়ার হওয়ার পর্যন্ত আপনি এশার নামাজ পড়তে পারবেন।

সূত্র : (সুনানে তিরমিজি, হাদিস : ১৫১; জীবন জিজ্ঞাসা, শায়খ মাহমুদুল হাসান আল-আজহারি, নামাজ অধ্যায়; পৃষ্ঠা : ১৮৩)