দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরলেন জয়
ঢাকা টেস্টে সম্ভাব্য সবচেয়ে বাজে শুরুটাই পেল বাংলাদেশ। চট্টগ্রামে বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে চিত্রপটে আসা কাসুন রাজিথা ম্যাচের দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন মাহমুদুল হাসান জয়কে।
রাজিথার খাটো লেংথের ভেতরের দিকে আসতে থাকা বলটি জয়ের ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্ট্যাম্পে। রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন এই তরুণ ব্যাটার।
বিজ্ঞাপন
সকালে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬ রান করেছে বাংলাদেশ।
এইচএমএ