১৫ আগস্ট জাতীয় শোক দিবস৷ দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষভাবে পালিত হয়েছে। দেশের বাইরে তুরস্কের কোনিয়াতেও দিনটি পালন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 

সোমবার কোনিয়ার স্থানীয় সময় সন্ধ্যায় সেলচুক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেমস ভিলেজে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শোক দিবস পালন করে। গেমসের শেফ দ্য মিশন সিরাজ উদ্দিন মো. আলমগীরের সঞ্চালনায় তুরস্কের কোনিয়ার অ্যাথলেটিকস ভিলেজে ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে কাটানো আবেগঘন বিভিন্ন স্মৃতির উল্লেখ করেন। এ সময় সেখানে এক শোকাবহ তৈরি হয়। 

দোয়া মাহফিলে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন চপল, বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার। গেমস ভিলেজে অবস্থানরত বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচরাও এতে অংশ নেন।

এজেড