কিউইদের মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচ খেলে দুটো করে জয় পেয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। তবে টেবিলের তলানিতে থাকলেও এখনো সিরিজের ফাইনালে খেলা সম্ভব বাংলাদেশের। সেক্ষেত্রে সাকিব আল হাসানদের টপকাতে পাহাড়সম বাধা। 

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার দুটোতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে টাইগাররা। অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতে সমান চার পয়েন্ট নিউজিল্যান্ড ও পাকিস্তানের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে কিউইরা। 

গ্রুপ পর্বে এখনও দুটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। ফাইনালে খেলতে হলে টাইগারদের প্রথম যে কাজটা করতে হবে, সেটা হল এই দুই ম্যাচেই জিততে হবে তাদের। তবে সাকিবদের শুধু জিতলেই চলবে না। বড় ব্যবধানে দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে যেকোনো এক দলকে তাদের পেছনে ফেলতে হবে।

ফাইনালের সেই স্বপ্ন পূরণে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টায়। 

এনইআর