ভিন্নরকম এক উদ্যোগ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেননা দেশটির সাবেক টেস্ট ব্যাটার কিরণ বালুচ এবং সাবেক অধিনায়ক সানা মীরের নামে বুগতি স্টেডিয়ামের এনক্লোজারের নামকরণ করতে যাচ্ছে পিসিবি। মূলত এই দুই ক্রিকেটারকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত দেশটির ক্রিকেট বোর্ডের। 

যদিও এবারই দেশটিতে প্রথমবারের মতো পাকিস্তানের কোনো স্টেডিয়ামের স্ট্যান্ডে নারী ক্রিকেটারদের নামে রাখা হবে। 

জানা গেছে, পিসিবি মাঠটিকে হাই-প্রোফাইল ভেন্যুতে রূপান্তর করতে চায়। পিসিবির একটি বিবৃতিতে বলা হয়েছে যে, গ্যালারিগুলোর নাম পরিবর্তন করার পদক্ষেপ ছিল ‌‘পাকিস্তান ক্রিকেটে তাদের অবদান এবং পরিষেবার স্বীকৃতিস্বরূপ।’

বুগতি স্টেডিয়াম শুধুমাত্র একটি আন্তর্জাতিক খেলার আয়োজন করেছে। সর্বপ্রথম ১৯৯৬ সালে পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার একটি ওয়ানডে অনুষ্ঠিত হয়। এবার এটাকে পিএসএল প্রদর্শনী খেলার আয়োজন করতে যাচ্ছে পিসিবি। কেননা এই মাঠটি আসন্ন পিএসএলের সম্ভাব্য ভেন্যু হিসেবে চিহ্নিত। যা হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হোম ভেন্যু।

এসএইচ/এমএ