ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ক্রীড়াঙ্গনেও। দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এতিমখানায় খাদ্য বিতরণ ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করে। 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি চলাকালে ১২ দলের কোচ ও অধিনায়কের উপস্থিতিতে প্রায় ৪০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলও জাতির পিতার জন্মদিন বিশেষভাবে পালন করেছে। সিলেটে জাতীয় ক্রিকেটাররা কেক কাটেন। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের উপস্থিতিতে তোবারক বিতরণ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বঙ্গবন্ধুর জন্মদিনে কোরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিলও করে বাফুফে। 

শুক্রবার দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন নানা আয়োজনে পালন করে বঙ্গবন্ধুর জন্মদিন। বঙ্গবন্ধুর জন্মদিনে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থায় কোরআন খতম, দোয়া মাহফিলের সঙ্গে জাতির পিতার স্মরণে দুদিন ব্যাপী টুর্নামেন্টের আয়োজন করে তায়কোয়ান্দো ফেডারেশন। বক্সিংয়ে ক্যাম্পের ছেলে মেয়েদের নিয়ে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে কেক কেটে উৎসবের আয়োজন করেন বক্সিং ফেডারেশনের কর্মকর্তারা। 

এজেড/এফআই