উপভোগ করি বলেই ক্রিকেট খেলি : মাশরাফি

২০২০ সালের মার্চে বাংলাদেশ দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি মাশরাফিকে। তবে এখনো দেশের ঘরোয়া লিগগুলোতে নিয়মিত মুখ টাইগারদের সাবেক এই অধিনায়ক। চলতি বছরে বিপিএলের পর মাশরাফি এখন খেলছেন ডিপিএলেও।
বয়সের ভার ৪০। তবে মাঠের ক্রিকেটে এখনো সবটুকু উজাড় করেই খেলে চলেছেন মাশরাফি। গতকাল বৃহস্পতিবার ডিপিএলে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ঢাকা লেপার্ডসকে হারিয়েছে ১ রানে। নাটকীয়তায় ভরা ম্যাচে শেষ বলে এসে জয় পায় মাশরাফির রূপগঞ্জ। এরপর অবশ্য মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমে কথাও বলেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
বিজ্ঞাপন
এবারের ডিপিএলে বলে হাতে দুর্দান্ত করছেন মাশরাফি। এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৬ উইকেট নিয়েছেন এই পেসার।
কেমন উপভোগ করেছেন, জবাবে মাশরাফি বলেন, ‘ক্রিকেট উপভোগ না করার কোনো কিছু নেই। ছোটবেলা থেকে এই একটা জিনিস নিয়েই পড়ে আছি। উপভোগ করি বলেই খেলি, জাতীয় দলে খেলতে হবে এটা জরুরি না। এই যে আমরা খেলছি ডিপিএল, জাতীয় দলের অনেকে খেলছে; এটা একটা আলাদা মজা। আপনি যতই বলেন বিপিএল আসছে, ডিপিএল উপভোগ করি। কিন্তু ডিপিএলের মতো উপভোগ করি না কিছু।’
বিজ্ঞাপন
এসএইচ/ওএফ