যে ইংলিশ ক্লাবের সমর্থক রাজা তৃতীয় চার্লস

ছবি: সংগৃহীত
ব্রিটিশদের প্রায় সবাই কম-বেশি ফুটবল খেলা পছন্দ করেন। এর ব্যাতিক্রম নয় ঐতিহ্যবাহী রাজপরিবারও। সদ্য শপথ নেওয়া রাজা তৃতীয় চার্লসও ফুটবলের পাড় ভক্ত। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রাচীন ক্লাব বার্নলির একনিষ্ঠ সমর্থক তিনি।
চলতি মৌসুমে দলটি ইপিএলে খেলতে পারেনি। তবে বার্নলিকে নিয়ে রাজার খুশিই হওয়ারই কথা। কেননা আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে ক্লাবটি। দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপে এবার চ্যাম্পিয়ন হয়েছে তারা।
বিজ্ঞাপন
একবার এক অনুষ্ঠানে বার্নলির প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন রাজা তৃতীয় চার্লস। তিনি তখন বলেছিলেন, 'কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আমি একটি ব্রিটিশ ফুটবল ক্লাবকে সমর্থন করি কিনা এবং আমি বলেছিলাম, হ্যা, বার্নলি।'
আরও পড়ুন>>> রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান
বিজ্ঞাপন
উপস্থিত সবাই অবাক হয়ে ফের জিজ্ঞাসা করলেন, বার্নলি? উত্তরে রাজা বলেন, 'হ্যাঁ, কারণ বার্নলি খুব চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে গেছে।'
এইচজেএস