‘সেমিফাইনাল অন্য ম্যাচের মতোই’

ছবি: সংগৃহীত
এবারের সাফে লেবানন ও কুয়েত আমন্ত্রিত দল। দুই দলই সেমিফাইনালে উঠেছে। আগামীকাল দিনের প্রথম সেমিফাইনালে কুয়েত মুখোমুখি হবে বাংলাদেশের।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন কুয়েতের পর্তুগিজ কোচ রুই বেনতো। আগামীকালের ম্যাচ নিয়ে তার মতামত, 'কাল সেমিফাইনাল। এটি অন্য ম্যাচগুলোর মতোই একটি।’ প্রতিপক্ষ বাংলাদেশ নিয়ে তার বিশ্লেষণ, 'গত এক মাসে বাংলাদেশ উন্নতি করেছে।'
বিজ্ঞাপন
বাংলাদেশ র্যাংকিং, শক্তিমত্তায় সব কিছুতে কুয়েতের চেয়ে পিছিয়ে। এরপরও বাংলাদেশকে যথেষ্ট সম্মান এই পর্তুগিজ কোচের, 'প্রতিপক্ষকে সব সময় সম্মান করতে হয়। কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখা উচিত নয়। যেহেতু এটি সেমিফাইনাল। তারা যোগ্যতা দিয়েই এসেছে।'
কোচের পাশে বসা অধিনায়ক আজিজ নাজী সরাসরি ফাইনালের কথাই বললেন, 'আমরা নিজেদের সেরাটা দিয়ে ফাইনাল খেলতে চাই।'
বিজ্ঞাপন
জুনিয়র পর্যায়ে সাম্প্রতিক সময়ে কুয়েতের মুখোমুখি হলেও সিনিয়র দল মাত্র দুই ম্যাচ খেলেছে। ১৯৭৩ সালে মারদেকার পর ৮৬ এশিয়ান গেমসে কুয়েতের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশ হেরেছিল।
এজেড/এইচজেএস