কিছুদিন আগেই উইম্বলডন ফাইনালে কঠিন লড়াইয়ে হেরেছেন কার্লোস আলকারাজের কাছে। আগস্ট মাসের শেষের দিকে শুরু হবে ইউএস ওপেন। সেই প্রতিযোগিতাতেও নিজেকে তৈরি রাখতে হবে। তাই বাড়তি বিশ্রাম নিতে টরন্টো ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ।

ক্লান্তিকেই প্রাথমিক কারণ হিসাবে দেখিয়েছেন তিনি। সার্বিয়ান এই তারকা নিজেই এই ঘোষণা দিয়েছেন। 

জোকোভিচ বলেছেন, কানাডায় বরাবর সময়টা উপভোগ করেছি। তবে এ বারের প্রতিযোগিতার আগে নিজের চিকিৎসক দলের সঙ্গে কথা বলে ঠিক করেছি যে না খেলাটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমার সিদ্ধান্তের গুরুত্ব বোঝার জন্য প্রতিযোগিতার ডিরেক্টর কার্ল হেলকে ধন্যবাদ। আশা করি আগামী বছরগুলোতে আবার কানাডা এবং টরন্টোতে এসে দারুণ সব সমর্থকদের সামনে খেলতে পারব।

৩৬ বছর বয়সী এই তারকাকে উইম্বলডন ফাইনালে প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি লড়তে হয়েছে। তার আগেও দু’টি ম্যাচ গড়িয়েছে চার সেটে। এ কারণেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোকোভিচ। তাছাড়া ইউএস ওপেনে তিনি ট্রফি জেতার জন্য মরিয়া। তার আগে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে চান। অতিরিক্ত পরিশ্রম করে বাড়তি চাপে ফেলতে চান না।

জেডএস