এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হার দিয়ে শুরু। বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হারিয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৯ বছর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হারের রেকর্ড ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস। শুক্রবারের সেই ম্যাচের রেশ এখনো রয়ে গেছে। আলোচনায় খোদ অধিনায়ক রোহিত শর্মা। সেই ম্যাচে চোখে পড়ে অধিনায়কের নতুন জুতো। তা নিয়েই এখন চলছে আলোচনা। 

বলা যায় সবার মন জয় করে নিয়েছেন রোহিত শর্মা। কারণটাও সংগত। বিলুপ্ত হতে চলা গণ্ডারদের বাঁচাতেই বিশেষ ডিজাইনের জুতো পড়ে ম্যাচটিতে মাঠে নামেন মুম্বাই অধিনায়ক। উদ্বোধনী ম্যাচে তার জুতোয় লেখা ছিল- ‘সেভ দ্য রাইনো’, মানে গণ্ডারদের বাঁচাও অভিযান। 

এক শিং ওয়ালা ভারতীয় ‘গ্রেট ওয়ান হর্ন রাইনো’ বা গণ্ডার এখন হারিয়েই যাচ্ছে। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে অন্যতম এই গণ্ডার। তাদের রক্ষা করতেই এমন অভিনব উদ্যোগ রোহিতের।  টুইট বার্তায় এই তারকা ক্রিকেটার লিখলেন, ‘দেখুন, এটা নিছকই আমার কাছে খেলা নয়। ব্যাট করতে যাওয়ার সময় এই ম্যাচটা আমার কাছে অনেক বড় মঞ্চ। ক্রিকেট খেলা অবশ্যই আমার স্বপ্ন। কিন্তু সমাজের একজন হয়ে আশেপাশের জগতের দায়িত্ব পালন করাও কর্তব্য বলে মনে করি আমি। সবার এটাই মনে করা উচিত। সমাজের হয়ে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি। এজন্যই প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।’

এর আগেও রোহিত শর্মার পশুপ্রেমের উদাহরণ পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কুকুরদের নিয়েও কাজ করেছেন। যেমনটা দেখা যায় বিরাট কোহলিকেও। রীতিমতো ফাউন্ডেশন গড়েছেন ভারত অধিনায়ক!