বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া ডেনমার্কের উদ্দেশ্যে আজ (শুক্রবার) সকালে ঢাকা ছেড়েছেন। কাতাররে দোহা হয়ে ডেনমার্কের কোপেনহেগেনে পৌছাবেন জাতীয় দলের অধিনায়ক। এবার বিশ্বকাপ বাছাই খেলতে তিনি ডেনমার্ক থেকেই এসেছিলেন। 

জাতীয় ফুটবল দলের অধিনায়ক আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর হয়ে চুক্তিবদ্ধ। তাই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি ম্যাচ খেলতে তিনি আর্জেন্টিনা থেকে উড়ে এসেছিলেন। আবার মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে তিনি আর্জেন্টিনায় উড়াল দিয়েছিলেন। আর্জেন্টিনা লিগের বিরতিতে তিনি ডেনমার্ক এসেছিলেন। কোপেনহেগেন থেকেই তিনি ঢাকায় আসেন বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে। 

১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং ২১ নভেম্বর ঢাকায় লেবাননের বিপক্ষে দুই ম্যাচ খেলে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ খেলার পর দুই দিন বাংলাদেশে বিশ্রামে নিয়েছেন জামাল। আজ সকালে জামাল ঢাকা ছেড়েছেন আবার মাস চারেক পরেই তার আসার কথা। কারণ মার্চ উইন্ডোর আগে বাংলাদেশ জাতীয় দলের তেমন কোনো কর্মসূচি নেই। 

এজেড/জেএ