খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বরের এই উৎসব কেন্দ্র করে সারাবিশ্বেই নেমে আসে রঙিন আবহ। চলছে বড়দিনের ছুটি। অখণ্ড অবসর নেমেছে ক্রীড়াজগতের তারকাদের মাঝেও। অনেকের কাছেই বক্সিং ডেতে ফিক্সচার থাকলেও তাতে উৎসবের আমেজে ভাটা পড়েনি। খেলার জগতের সেসব মানুষের বড়দিনের আয়োজন দেখে নেওয়া যাক এক নজরে। 

এক ফ্রেমে পরিবারের সবাই। সময়টা ভালই কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। 

তিন ছেলে আর স্ত্রীকে নিয়ে লালে রঙিন আর্জেন্টিনার মহাতারকা মেসি

সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ওয়ার্নার। পরিবারের সঙ্গে আমুদে ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে

দাদার সঙ্গে ছুটির দিন কাটাচ্ছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা টনি ক্রুস 

পরদিন খেলা, তবু ছুটির দিন খুশি নিয়েই পার করেছেন প্যাট কামিন্স 

পরিবারের সঙ্গে বড়দিন পার করছেন ক্রোয়েশিয়া এবং রিয়াল মাদ্রিদের তারকা লুকা মদ্রিচ

বড়দিনেও ফ্যাশনে কমতি রাখেননি আর্লিং হালান্ড

জেএ