লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ইনোভারভিতে চাকরি পেয়েছেন সৌরভ কন্যা সানা। ইতোমধ্যেই চাকরিতে যোগও দিয়েছেন তিনি।

সানা বলেছেন, ইনোভারভিতে তিনি ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করতে পারব, সে কারণেই এই সংস্থায় চাকরি পেয়ে উচ্ছ্বসিত। ১০ লাখের মধ্যে একজন এ সুযোগ পায়।

সানার নতুন চাকরির খবরে খুশির হাওয়া বইছে বেহালার বীরেন রায় রোডের ‘গঙ্গোপাধ্যায়’ বাড়িতে। তবে এ খুশি, এ আনন্দ কীসের জন্য? সে কথা নিজেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক জানান, নতুন চাকরি পেয়েছে তার মেয়ে সানা। আর তাই বাবা হিসাবে সৌরভের মেয়ের জন্য গর্ব হবে সেটাই স্বাভাবিক।

প্রসঙ্গত, সানার পড়াশোনা ইংল্যান্ডে। উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়েছিলেন সৌরভ-ডোনা কন্যা। ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন তিনি। মাস খানেক আগে সানা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ইংল্যান্ড গিয়েছিলেন সৌরভ-ডোনা।

সেখান থেকে ফিরেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তার মেয়ে চাকরি পেয়েছেন।

সৌরভ বলেন, সানা নতুন চাকরি পেয়েছে বিশ্বাসই হচ্ছে না। লন্ডনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় ইন্টার্নশিপ করেছিল সানা। সে কারণে এবার দুর্গা পূজায় কলকাতায়ও আসতে পারেনি।

সানা গঙ্গোপাধ্যায় জানান, ইন্টার্নশিপ করার সময়ই তার সঙ্গে ইন্ডাস্ট্রির প্রথম সারির কর্মকর্তাদের আলাপ হয়েছিল। তাদের ক্যারিয়ারে মেন্টর হিসাবে পাওয়ার সুযোগ হাতছাড়া করেননি সৌরভ কন্যা।

অন্যদিকে ইনোভারভির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সানার মতো প্রতিভাবানকে পেয়ে তারা আপ্লুত। ক্যারিয়ার শুরুর জন্য সানা যে তাদের সংস্থাকে বেছে নিয়েছেন, তাতে তারা খুশি। 

এসকেডি