বিশ্বকাপের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের ব্যর্থতার পর সেই সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চেয়েছিল ম্যান ইন গ্রিনরা। নতুন অধিনায়ক শান মাসুদ এবং নতুন কোচ মোহাম্মদ হাফিজের হাত ধরে অবশ্য ভালো কিছুই আসেনি। বরং ৩-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা কপালে জুটেছিল তাদের। 

দুই দলের কারোর সামনেই এখন নেই দ্বিপাক্ষিক সিরিজের চাপ। বাকি ক্রিকেট দুনিয়ার মতো তাদেরও লক্ষ্য জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এরপরেই অবশ্য সিরিজভিত্তিক ক্রিকেটে নজর দেবে দুই দল। সেখানেই আবার দেখা যাবে দুই দলকে। 

গতবারের মতো এবারই অস্ট্রেলিয়ান গ্রীষ্মে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গেলবার শুধুমাত্র লাল বলের সিরিজে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানকে। এবার আমন্ত্রণ জানানো হচ্ছে সাদা বলের সিরিজের জন্য। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।  

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের সূচি 

প্রথম ওয়ানডে ৪ নভেম্বর মেলবোর্ন 
দ্বিতীয় ওয়ানডে ৮ নভেম্বর অ্যাডিলেড
তৃতীয় ওয়ানডে ১০ নভেম্বর পার্থ
প্রথম টি-টোয়েন্টি ১৮ নভেম্বর ব্রিসবেন
দ্বিতীয় টি-টোয়েন্টি ১৬ নভেম্বর সিডনি 
তৃতীয় টি-টোয়েন্টি ১৮ নভেম্বর হোবার্ট 

একইদিনে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ৫ ম্যাচের টেস্ট সূচিও চূড়ান্ত করেছে ভারত। ৩৩ বছর পর এবারই পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে এই দুই দল। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। সিরিজে থাকবে একটি দিবারাত্রির টেস্ট।  

জেএ