লায়নের স্থলাভিষিক্ত হয়েছেন মার্ফি

নাথান লায়নের যে খেলা হচ্ছে না তা আগেই নিশ্চিত করা হয়েছিল। আর সিরিজ জিতে যাওয়ায় প্যাট কামিন্স আভাস দিয়েছিলেন, বাকি দুই ম্যাচে খেলতে চান না। তার চাওয়ার দাম দিয়েছেন নির্বাচকরা। এই দুই জনের স্থলাভিষিক্ত হিসেবে মেলবোর্ন টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন টড মার্ফি ও ঝাই রিচার্ডসন।

অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার ৮২ রানের জয়ের ম্যাচে শেষ দিনে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান লায়ন। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, সোমবার মেলবোর্নে একজন বিশেষজ্ঞ দেখানোর পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে যাচ্ছেন এই স্পিনার।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ম্যাথু কুনেমান, শিল্ডের শীর্ষ অফস্পিনার কোরি রচিকিওলি ও চার টেস্ট খেলা লেগ স্পিনার মিচেল সুয়েপসনকে টপকে লায়নের স্থলাভিষিক্ত হলেন ২৫ বছর বয়সী মার্ফি। এই স্পিনার সাত টেস্টের সবগুলো খেলেছেন দেশের বাইরে, ২৮.১৩ গড়ে নিয়েছেন ২২ উইকেট। ভিক্টোরিয়ার হয়ে মেলবোর্নে তিনটি শেফিল্ড শিল্ড খেলে ২৫.৩৩ গড়ে নিয়েছেন ৬ উইকেট।

মেলবোর্নে মার্ফি খেললে ১৪ বছরে প্রথমবার লায়নের বাইরে ঘরের মাঠে একমাত্র বিশেষজ্ঞ স্পিনারকে খেলাবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালে অ্যাশেজে লায়নের পরিবর্তে হেডিংলি ও দ্য ওভালে অস্ট্রেলিয়ার একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন। সবশেষ তিনি এই বছর গলে খেলেন। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট দল থেকে বাদ পড়েন মার্ফি।

কামিন্স সরে দাঁড়ানোয় স্টিভ স্মিথ আবার নেতৃত্বে ফিরছেন। অসুস্থতার কারণে তৃতীয় টেস্টে ছিলেন না তিনি। একাদশের বাইরে থাকলেও শেষ মুহূর্তে দলে ঢোকেন উসমান খাজা। ৮২ ও ৪০ রান করে আস্থার প্রতিদান দেন তিনি। কামিন্সের অনুপস্থিতিতে পেস আক্রমণের শূন্যস্থান পূরণ করবেন ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার কিংবা ঝাই রিচার্ডসন। এক বছরে প্রথমবার টেস্ট স্কোয়াডে ঢোকা রিচার্ডসন কাঁধের অস্ত্রোপচারের পর দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। চতুর্থ টেস্ট খেলার অপেক্ষায় তিনি।

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, টড মার্ফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বেউ ওয়েবস্টার।