অবশেষে হকির জট খুলেছে
বাংলাদেশের সম্ভাবনাময় ক্রীড়া ডিসিপ্লিনের মধ্যে অন্যতম হকি। দেশের এক সময়ের জনপ্রিয় খেলাও। সেই খেলার সর্বশেষ প্রিমিয়ার লিগ হয়েছে ৩ বছর আগে। গত কয়েকটি লিগ কমিটির সভায় লিগ নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ হকি ফেডারেশনে অনুষ্ঠিত লিগ কমিটির সভায় সভাপতিত্ব করেন লিগ কমিটির চেয়ারম্যান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিডি মতিঝিল আবদুল আহাদ। আজকের সভায় দলবদল, ক্লাব কাপ ও লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে।
১৯-২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হকি লিগের দলবদল। ১২ অক্টোবর শুরু হবে ক্লাব কাপ টুর্নামেন্ট। ক্লাব কাপ শেষ হওয়ার তিনদিন পর শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার হকি লিগ।
বিজ্ঞাপন
লিগ কমিটির আগের সভায় বিদেশি খেলোয়াড় নিয়ে ক্লাবগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। আজকের সভায় বিদেশি খেলোয়াড় নিয়ে লিগের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সাতজন বিদেশি রেজিষ্ট্রেশন ও চারজন বিদেশি খেলতে পারবে।’
বিজ্ঞাপন
বিদেশিদের পাশাপাশি বিকেএসপি ও সার্ভিসেস খেলোয়াড়দের কোটাও নির্ধারিত হয়েছে। একটি ক্লাবে চারজন বিকেএসপি ও পাঁচ জন সার্ভিসেস সংস্থার বেশি খেলোয়াড় নিতে পারবে না।
এজেড/টিআইএস