ছবি: সংগৃহীত

ওসাসুনার বিপক্ষে গোল করে সদ্যপ্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে সেদিন জার্সি খুলে শ্রদ্ধা জানানোর ধরণটা ঠিক পছন্দ হয়নি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। সেদিন হলুদ কার্ড তো দেখেছেনই; এবার ক্লাব ও খেলোয়াড়, দুপক্ষের কাঁধেই নেমে এসেছে জরিমানার খড়গ। 

জরিমানার পরিমানটা অবশ্য নেহায়েতই কম। মেসিকে জরিমানা করা হয়েছে ৬০০ ইউরো, আর ক্লাবের জরিমানার পরিমানটা ১৮০ ইউরো।

ওসাসুনার বিপক্ষে ম্যাচের চতুর্থ গোলটি করে সেদিন জার্সি খুলে ফেলেছিলেন মেসি। ভেতর থেকে বেরিয়ে এসেছিলো নিউয়েলস ওল্ড বয়েজের জার্সিটি, যেখানে ১০ নম্বর জার্সি পরে মাঠ দাপিয়েছেন আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা। ম্যাচ রেফারি অ্যান্টোনিও মাতেও লাহোজ তৎক্ষণাতই হলুদ কার্ড দেখিয়েছিলেন মেসিকে।

বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য এর বিপক্ষে প্রতিবাদ জানিয়েছিলো, পরামর্শ দিয়েছিলো বিশেষ অবস্থা বিচারে শাস্তি কমানোরও। তবে ডিসিপ্লিনারি কোডের ৯৩ নং অনুচ্ছেদ উল্লেখ করে কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে সে আবেদন নাকচ করে দেয়। ৯৩ নং অনুচ্ছেদে বলা আছে, উদ্দেশ্য যাই হোক, জার্সি খুলে ফেললেই পেতে হবে শাস্তি। বিবৃতিতে অবশ্য জানানো হয়, হলুদ কার্ডটা উঠিয়ে নেয়ার একটা সম্ভাবনা আছে।

এনইউ