পাকিস্তানি সঞ্চালকের প্রশ্নে হাস্যরস
হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাকিস্তানি একটি ভিডিও। ভিডিওটি ২০১৬ সালে নেওয়া একটি সাক্ষাৎকারের। নেটজগতে আলোড়ন ফেলার মতো যথেষ্ট উপাদান রয়েছে এ ভিডিওতে। ৪১ সেকেন্ডের ভিডিওটি দেখে এবং শুনে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। কিন্তু কেন?
পাকিস্তানি সঞ্চালক নিদা ইয়াসির ‘তিনি গুড মর্নিং পাকিস্তান’ নামের সেই দেশের জনপ্রিয় একটি শো-তে দুই ফর্মুলা ওয়ান ড্রাইভারের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে করা প্রশ্নের কিছু নমুনা শুনলে আপনি হাসির সাগরে ডুবে যাবেন।
বিজ্ঞাপন
নিদা ইয়াসিরের কয়েকটি প্রশ্নের নমুনা তুলে ধরলেই বুঝতে পারবেন। তিনি প্রথমেই জানতে চান, ‘কত জন লোক এ গাড়িতে বসতে পারে?’ পাকিস্তানের ফর্মুলা ইলেকট্রিক রেসিং টিমের ড্রাইভাররা শুরুতেই চমকে যান। তাদের একজন উত্তর দেন, ‘একজন ড্রাইভারই বসতে পারেন এ গাড়িতে।’
— Ali Qasim (@aliqasim) September 4, 2021
এরপর নিদার প্রশ্ন বোমায় রেসিং ড্রাইভাররা রীতিমতো কেঁপে যান। নিদার দ্বিতীয় প্রশ্ন ছিল, ‘আপনারা কি একটি ছোট গাড়ি দিয়েই শুরু করেছিলেন?’ অতিথিদের একজন উত্তর দেন, ‘এক আসন বিশিষ্ট এ গাড়িতে একজনই বসতে পারে।" তবে নিদা সম্ভবত সেরা প্রশ্নটা তুলে রেখেছিলেন শেষের দিকে। তিনি সবাইকে চমকে দিয়ে জানতে চান, ‘আচ্ছা আপনার ফর্মুলা আবিষ্কার করেই কি এটা করেছেন?’ ঘটনাচক্রে নিদা ভেবেছিলেন ফর্মুলা ওয়ান রেসিং সম্ভবত কোনো গাণিতিক ফর্মুলার সঙ্গে জড়িত। এ কারণেই ভিডিওটি দেখেই ‘হাস্যরস’-এর এক নতুন পৃথিবীতে চলে যাচ্ছেন নেটিজেনরা।
বিজ্ঞাপন
সূত্র: জিনিউজ
এসএসএইচ