ছয় দেশের ৬৭ জন জিমন্যাস্টদের নিয়ে আগামীকাল (বুধবার) শুরু হচ্ছে বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস প্রতিযোগিতা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে লাল-সবুজের জিমন্যাস্টদের উদ্বুদ্ধ করতে রাশিয়া থেকে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিও অলিম্পিকে স্বর্ণজয়ী জিমন্যাস্ট মার্গারিতা মামুন।

মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে দলগুলোর অনুশীলন। বাংলাদেশ দলের অনুশীলনে আজ (মঙ্গলবার) কিছু সময় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন। যিনি ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। মার্গারিতার জন্ম রাশিয়ান হলেও তার বাবা বাংলাদেশের রাজশাহীর সন্তান। কয়েক বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশি জিমন্যাস্টদের মার্গারিতা বেশ কিছু কসরত দেখিয়েছেন। কিছু সময় কাটানোর পর বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসন্ন টুর্নামেন্টের এই শুভেচ্ছাদূত, ‘বাংলাদেশি জিমন্যাস্টদের সঙ্গে সময় কাটাতে পারে দারুণ লাগছে। তারা যথেষ্ট আন্তরিক ও মেধাবী। আন্তর্জাতিক অঙ্গনে তারাও ভালো করতে পারবে। আমি নিজেকে বাঙালি হিসেবে গর্বিত মনে করি।’ 

বাংলাদেশি জিমন্যাস্টরাও মার্গারিতা মামুনের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করতে পেরে বেশ গর্বিত। 

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলো হলো- উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। ৬৭ জিমন্যাস্টের মধ্যে বাংলাদেশের রয়েছেন ১২ জন। 

এজেড