আইপিএল নিলামে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন সঞ্চালক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের সময় মাথা ঘুরিয়ে পড়ে গেছেন নিলামের সঞ্চালক হিউ এডমিডস। তিনি মাথা ঘুড়িয়ে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে নিলাম। শনিবার ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় সাড়ে বারোটায় শুরু হয় আইপিএল নিলাম।
নিলামের শুরুতে মার্কি ক্রিকেটারদের নিলাম হয়। এরপর চলছিল পরের ধাপের ক্রিকেটারদের নিলাম। এর মধ্যে নাম আসে ওয়ানিন্দু হাসারাঙ্গার। লঙ্কান ক্রিকেটারের জন্য লড়ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই অপ্রত্যাশিতভাবে থেমে যায় সব কার্যক্রম।
বিজ্ঞাপন
অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান সঞ্চালক। দ্য হিন্দু অবশ্য জানিয়েছে, এক ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ব্যক্তি তাদের বলেছেন, কিছুক্ষণের মধ্যেই আবারও নিলাম শুরু হবে।
এর মধ্যেই লাঞ্চের বিরতির ঘোষণা এসেছে। এখনও অবধি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি হিউ এডমিডস কেমন আছেন। তবে তিনি মেডিকেল দলের তত্ত্ববধানে আছেন, এটুকু নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
শেষ কিছু দিনে খেলার মাঠে খেলোয়াড়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। গেল বছর ইউরোয় ক্রিশ্চিয়ান এরিকসেনের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। এর পরে আরও চারটি এমন ঘটনা ঘটেছে। কিন্তু আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়ছেন, এ দৃশ্য কখনও দেখা যায়নি। এবারই প্রথম হলো এমন কিছু।
নিলাম সঞ্চালক হিউ নিলাম চলাকালেই লুটিয়ে পড়লেন। যা দেখে শঙ্কিত গোটা ক্রিকেটবিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রার্থনা।
এনইউ