কী আছে প্রাইম দোলেশ্বরের ভাগ্যে?
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) অংশ নিচ্ছে না প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। গুঞ্জন আছে, পারিশ্রমিক ইস্যুতে আসন্ন ডিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে তারা। শেষ মুহূর্তে দোলেশ্বর না আসায় বাকি ১১ দল নিয়ে মাঠে গড়াবে এবারের ডিপিএল। তবে শেষ অবধি কী আছে প্রাইম দোলেশ্বরের ভাগ্যে?
গত ডিপিএলে শিরোপা না জিতলেও অধিনায়ক ফরহাদ রেজার নেতৃত্বে বেশ ভালো অবস্থানে ছিল প্রাইম দোলেশ্বর। লিগ পর্বে ১১ ম্যাচে ৭ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ছিল টেবিলের দ্বিতীয় স্থানে। সুপার লিগ পর্ব শেষ করেছিল তৃতীয় হয়ে। অথচ এবার দলবদলের সময় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়ে জানিয়েছে, লিগে অংশ নেবে না দলটি।
বিজ্ঞাপন
বাধ্য হয়ে ১১টি দল নিয়েই লিগ পরিচালনা করতে হচ্ছে সিসিডিএমকে। অবধারিতভাবেই প্রিমিয়ার লিগ থেকে অবনমন হচ্ছে প্রাইম দোলেশ্বরের।
ঢাকা পোস্টকে সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘রেলিগেশনের নিয়ম যেটা নিয়মিত হয় সেটাই, ওনারা যদি না খেলেন, তাহলে রেলিগেটেড হয়ে যাবেন। সঙ্গে আরেকটা টিম রেলিগেটেড হবে।’
বিজ্ঞাপন
লিগে অংশ না নেওয়ায় অবনমন হয়ে প্রথম বিভাগে নেমে যাওয়া দলটির শাস্তি কি এখানেই শেষ, নাকি বড় কিছু অপেক্ষা করছে? সালাহউদ্দিন এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারেননি। সাত-পাঁচ ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
টিআইএস/এনইউ