বাংলাদেশ ক্রিকেটে আলোচনার বড় একটা অংশ জুড়ে থাকেন সাকিব আল হাসান। ক্রিকেট মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই আলাদা দৃষ্টি তার ওপর। নিজেকে নিয়ে আলোচনা তৈরি করতে সাকিবের যেন জুড়ি মেলা ভার। এই তো দিন পাঁচেক আগেই জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম চান। পরে সেটি পেয়েও যান। ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ঘটনার পর আজ শনিবার বিসিবিতে বৈঠকে বসেন সাকিব-পাপন। কয়েকজন বোর্ড পরিচালক নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে তাদের এই বৈঠক। পরে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আহ্বান জানিয়ে বললেন, সাকিবকে নিয়ে চলা আলোচনার অবসান হোক।

পাপন বললেন, ‘আমি চাচ্ছি এই বিতর্কের এখানেই অবসান হোক। ও সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা মেনে নিয়েছে। এখানে থাকাই ভালো।’

সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত যে ছুটি দিয়েছিল বিসিবি। সেটা তুলে নেওয়া হয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নিতে রোববার রাতে দেশ ছাড়বেন এই অলরাউন্ডার।

পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে অ্যাভেইলেবল। কাল রাত সে যাবে। ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। এমনও হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে। না খেললেও কোনো অসুবিধা নেই। ও যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চায়, নিতে পারে।’

দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।

টিআইএস/এটি/এনইউ