ভারতের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
ভারতে খেলতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে। দুই টেস্টেই একই দৃশ্যপট। চেনা গেলো না অতিথি দলকে। দ্বিতীয় টেস্টে তারা ভারতের সামনে আরও অসহায়। এবার হারল আড়াই দিনে।
তবে সোমবার লড়েছিলেন দিমুথ করুনারত্নে। করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু বিফলে গেল অধিনায়কের চেস্টা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে নেমে আড়াই দিনেই জিতে গেল ভারত। বেঙ্গালোরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারত জিতল ২৩৮ রানে।
বিজ্ঞাপন
৪৪৭ রানের টার্গেটে নেমে ২০৮ রানে অলআউট লঙ্কানরা। এর আগে মোহালিতে প্রথম টেস্টে ভারত জেতে ইনিংস ও ২২২ রানে। দুই ম্যাচের সিরিজে হোয়াইটশওয়াশের লজ্জায় ডুবল শ্রীলঙ্কা।
দিমুথ করুনারত্নে তুলে নেন তার ১৪তম টেস্ট সেঞ্চুরি। ১০৭ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড। বাকি ব্যাটসম্যানরা মিলে করেন ১০১ রান। কুশাল মেন্ডিস ৫৪। ভারতের হয়ে বুমরাহ ৩টি ও রবিচন্দ্রন অশ্বিন নেন ৪টি উইকেট।
বিজ্ঞাপন
দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছে শ্রেয়াস আইয়ার। দুই টেস্টে ১৮৫ রান করে সিরিজ সেরা রিশব পান্ত।
এটি