অসাধারণ এক ইনিংস খেলেছেন। প্রায় দুই দিন টিকে থেকে বাঁচিয়েছেন দলকে। তার কল্যাণেই করাচি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করেছে পাকিস্তান। এই ম্যাচের পর প্রশংসায় ভাসছেন বাবর আজম। তবে এমন দারুণ ইনিংসের পর দলকেই কৃতিত্ব দিলেন পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় দলের সকলের কৃতিত্বটা অনেক বেশি। প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং করে অল্প রানে আউট হওয়ার পর আত্মবিশ্বাস দেখিয়ে দল যেভাবে ম্যাচে ফিরেছে, তার জন্য বাহবা প্রাপ্য। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে এই ইনিংসটা আমার সেরাদের মধ্যে একটা, কারণ এটা দলকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছে।’

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে পাকিস্তান মাত্র ১৪৮ রানেই অলআউট হয়ে যায়। ড্র করতে হলে অন্তত দুই দিন ব্যাটিং করতে হতো। জয়ের জন্য দরকার ছিল ৫০৬ রান। তবে পঞ্চম দিনের শেষে সাত উইকেটের বিনিময়ে ৪৪৩ রান করে পাকিস্তান। বাবরের পাশাপাশি আব্দুলাহ শফিক ৯৬ ও মোহম্মদ রেজওয়ান অপরাজিত ১০৪ করেন।

এমন পরিস্থিতি জয়ের জন্য খেলা যেত কি না এ নিয়ে বাবর বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে সবাই নিজের ১০০ শতাংশ দিয়েছে, কারণ সবার মধ্যেই এই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ম্যাচ ড্র করতে পারব। আমরা একের পর এক সেশন ধরে এগিয়ে যাবো বলে ঠিক করেছিলাম এবং একদমই বেশি দূরের বিষয় নিয়ে ভাবিনি।’

এমএইচ