ছবি: সংগৃহীত

ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ভালোভাবেই আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে। জো রুটের সে পথে বড় এক পদক্ষেপ নিয়েছে ভারতকে তাদেরই মাটিতে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারিয়ে। অধিনায়ক রুট জানালেন, এ জয় মানদণ্ড তৈরি করে দিয়েছে দলের; যে কারণে বিরাট কোহলিদের ওপর এখন আরও নির্মম হওয়ার দায় পড়েছে দলের।

আরও একটা ভাবনাও খেলে যাচ্ছে রুটের মগজে। অস্ট্রেলিয়া সফরেও প্রথম টেস্টে বাজেভাবে হেরেছিল ভারত। এরপর যে কীর্তি গড়েছিল তা তো সবারই জানা! সে তরতাজা স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে কোহলির দল যে সিরিজে ফেরার মরিয়া চেষ্টাটাই করবে, সেটা হলফ করেই বলতে পারেন অধিনায়ক রুট। দলকেও সতর্ক করে দিলেন তাই। 

সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এটা অবশ্যই একটা ভালো জয়। কিন্তু এটা কেবল সিরিজের শুরু। ভারত দুর্দান্ত এক দল, বিশেষ করে এসব মূহুর্তে। তারা আমাদের কাজটা অবশ্যই কঠিন করে তুলবে।’

অধিনায়ক রুট জানালেন, যে মানদণ্ড তৈরি করেছেন তারা, এখন সেটা ধরে রাখার জন্যেও লড়তে হবে দলকে। বললেন, ‘আমরা একটা মানদণ্ড তৈরি করেছি, যাকে ধরে নিয়েই এখন কাজ করতে হবে আর নিজেদের তুলনা করতে হবে আমাদের। কিছু কিছু ক্ষেত্রে এখনো আমাদের উন্নতি করতে হবে। আর যেভাবে খেলেছি, তার মতো খেলা কিংবা আরও উন্নতি করতে হবে আমাদের, আর এ কারণেই আমি রোমাঞ্চিত।’ 

সুযোগ পেলে লুফে নিতে হবে, হতে হবে আরও নির্মম; অধিনায়ক রুট চেন্নাইয়ের মাটিতেই দ্বিতীয় টেস্টের আগে এ দীক্ষায় দীক্ষিত করলেন দলকে। বললেন, ‘যদি দ্বিতীয় টেস্টে এগিয়ে যাওয়ার সুযোগ পাই, সেটা দু’হাত পেতে নিতে হবে আমাদের। আরও নির্মম হতে হবে আমাদের। এই ম্যাচে যা কিছু ভালো করেছি, তা আবারও কিংবা আরও ভালো করতে হবে আমাদের। তারা অনেক ভালো দল, আমরা সেটা জানি। এই সপ্তাহে যা হয়েছে তাতে ভেসে যাওয়া চলবে না আমাদের। আর সিরিজের বাকি অংশে প্রকৃত লড়াই দেখার আশায় আছি আমরা।’

সিরিজের দ্বিতীয় টেস্টে আগামী ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামেই মুখোমুখি হবে দুই দল। 

এনইউ/এটি