নানা সময়েই গুঞ্জন ডালপালা মেলেছে মহেন্দ্র সিং ধোনি ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে। মাঝেমধ্যেই ধোনিকে নিয়ে মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছেন গম্ভীর। দুজন একই সঙ্গে বিশ্বকাপ জিতলেও তাই তাদের নিয়ে এমন জল্পনা-কল্পনা থামেনি। 

২০১২ সালে ধোনির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেন গম্ভীর। যদিও ধোনির জন্য নিজের হৃদয়ে আলাদা সম্মান আছে বলেই জানালেন গম্ভীর। তিনি বলছেন, পুরো ভারতের মানুষের সামনে দাঁড়িয়েই বলতে পারবেন সেটি। ধোনির প্রয়োজনে সবার আগে হাজির হবেন বলেও দাবি গম্ভীরের।

জতিন সপ্রুকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘দেখুন তার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে আর এটা সবসময়ই থাকবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমি এটা আপনার চ্যানেলেও বলব, আমি এটা ১৩৮ কোটি মানুষের সামনে যেকোনও জায়গায় বলতে পারি। যদি কখনও প্রয়োজন হয়...’

‘যদিও আমি আশা করি যেন তিনি কখনই প্রয়োজনের মধ্যে না থাকেন। তবে তাও জীবনে যদি কখনও প্রয়োজন হয়, ভারতীয় ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, মানুষ হিসেবে তিনি যা করেছেন তার জন্য আমিই প্রথম তার পাশে গিয়ে দাঁড়াব।’

তবে মতপার্থক্যের কথা অস্বীকার করেননি গম্ভীর, ‘আমাদের মতামতের মধ্যে পার্থক্য থাকতে পারে, আপনি খেলাকে একভাবে দেখতে পারেন, আমি অন্যভাবে দেখতে পারি। আমার নিজের মত আছে, তার নিজের মতামত আছে। তিনি অধিনায়ক থাকাকালীন আমি সবচেয়ে দীর্ঘ সময় তাঁর সহ-অধিনায়ক ছিলাম।’

‘আমরা যখন আমাদের নিজ নিজ দলের হয়ে খেলেছি তখন আমরা মাঠে প্রতিদ্বন্দ্বী ছিলাম। কিন্তু আমার তার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক... সে যে ধরনের মানুষ, সে ধরনের ক্রিকেটার, তাকে আমি সম্মান করি।  আমি বলতে পারি, তিনি যদি ৩ নম্বরে ব্যাট করতেন, তাহলে তিনি সব রেকর্ড ভেঙে ফেলতেন। আমরা তিন নম্বর গ্রেটদের কথা বলি - তিনি সাদা বলের ক্রিকেটে তাদের সবার রেকর্ড ভেঙে দিতেন।’

এমএইচ/এটি