২৪ বছর পর পাকিস্তানের মাটিতে গিয়েই টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর ফলে দীর্ঘ ১১ বছরের খরা কেটেছে দলটির। একই দিনে শ্রীলঙ্কা সফরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী জুনে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নরা।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে অজি ক্রিকেট কর্তৃপক্ষ। ২০১৬ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দলটি। আগামী জুন মাসে টি-টোয়েন্টি দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর জুলাই এই দুই মাসে শেষ হবে ম্যারাথন এই সিরিজটি। 

সফরে টেস্ট আছে দু’টি। দুটো টেস্টই খেলা হবে গলে। সফরে আছে তিনটি টি-টোয়েন্টি, যা অনুষ্ঠিত হবে কলম্বোতে। আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ক্যান্ডিতে।

২০১৬ সালে সবশেষ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলতে গিয়েছিল অজিরা। সেবার টেস্ট সিরিজে ৩-০ ফলে নাস্তানাবুদ হয়েছিল দলটি। 

প্রায় দেড় মাসের দীর্ঘ এই সফর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান কার্যনির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘আমরা অপেক্ষায় আছি বেশ কিছু রোমাঞ্চকর লড়াইয়ের। সবশেষ পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া দল শ্রীলঙ্কায় পা রেখেছিল। আমরা আবারও তাদের আতিথ্য দিতে মুখিয়ে আছি।’

এনইউ