ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মেগা নিলামে নাম দিয়েছিলেন তাসকিন আহমেদ। তবে কাগজকলমে থাকলেও নিলামে ওঠেনি তার নাম। পরে ভাগ্য সুপ্রসন্ন হয় এই ডানহাতি পেসারের। আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্ট যোগাযোগ করে তার সঙ্গে। তবে তাকে দলে নিতে শর্ত জুড়ে দেয়, জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ না খেলেই যোগ দিতে হবে আইপিএলে। সে প্রস্তাব নাকচ করে দেন তাসকিন।

আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে তাসকিন জানালেন, আইপিএলে খেলার স্বপ্ন থাকলেও দেশের হয়ে খেলার কারণেই আইপিএলে ডাক পেয়েছেন তিনি।

ঢাকা বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তাসকিনের ব্যাখ্যা, ‘দেখেন একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময় মন চায়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময় তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয়- ওটা পুষিয়ে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি তাহলে সেটা আরও বেশি ভালো হবে।’

আগামী আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বলেন, ‘এটা (পরের আইপিএলে প্রথম কলেই দল পাওয়া) নিয়ে আসলে আশা নেই। যদি হয় হবে না হলে নাই। কিন্তু দেশের হয়ে নিয়মিত খেলতে চাই।’

ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন প্রথম টেস্টের একাদশে ছিলেন। সেই ম্যাচের প্রথম ইনিংসে তেমন কিছু করতে পারেননি। ৬৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে চোট নিয়েই বল করেন। ১১ ওভার হাত ঘুরে ২৪ রান খরচায় নেন ২ উইকেট। মূলত কাঁধের ইনজুরিতে ভুগছেন তাসকিন। এজন্য সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ না খেলেই ফরে এসেছেন দেশে।

দক্ষিণ আফ্রিকায় তার অনবদ্য পারফরম্যান্সে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। অনুভূতি প্রকাশে তাসকিনের জাবাব, ‘এটা অন্যরকম একটা সিরিজ। সবসময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ের পেছনে নিজের ভূমিকা রাখতে।  আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরও বেশি সিরিজ জয় করতে পারি আমরা দলগতভাবে এবং আমার অবদান বেশি থাকে এটাই।’

টিআইএস