সুপার লিগের লাইনআপ চূড়ান্ত, বাদ পড়ার শঙ্কায় আশরাফুলের ব্রাদার্স
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিলেট লিগের চলতি মৌসুমের লিগ পর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে সুপার লিগ পর্বের লাইনআপ। সঙ্গে কারা রেলিগেশন পর্ব খেলবেন সেটিও নিশ্চিত হয়ে গেছে।
গত ১৫ মার্চ শুরু হয় এবারের ডিপিএল। এক মাসের লিগ পর্বের লড়াইয়ে ১২টি দল অংশ নেওয়ার কথা থাকলেও দলবদলেই অংশ নেয়নি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমন নিশ্চিত হয়ে গেছে। বাকি ১১ দলের লড়াইয়ে ৬ দল পেয়েছে সুপার লিগের টিকিট। পয়েন্ট টেবিলের নিচের ৩ দল লড়বে অবনমন বাঁচাতে। যেখানে বাদ পড়বে একটি দল।
বিজ্ঞাপন
আজ লিগ পর্ব শেষে পরবর্তী পর্বের টিকিট পাওয়া ৬ দল হলো; শেষ জামাল ধানমন্ডি কাল। তারা ১০ ম্যাচের মধ্যে ৯টায় জিতে আছে টেবিলের শীর্ষে। ১৮ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে সবার আগে অবস্থান ইমরুল কায়েসের দলের। তালিকার দুইয়ে আছে বর্তমান ও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ২টি জয় কম নিয়ে তাদের নামের পাশে আছে ১৪ পয়েন্ট। তিনে থাকা লিজেন্ড অব রূপগঞ্জের পয়েন্টও সমান ১৪।
৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে সুপার লিগে প্রাইম ব্যাংক। নবাগত রূপগঞ্জ টাইগার্স আছে পাঁচ নম্বরে। তাদের পয়েন্ট ১০। সমান ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিজ্ঞাপন
এই ছয় দল খেলবে সুপার লিগে। যেখানে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব আর সুপার লিগের যৌথ্য পয়েন্টে নিশ্চিত হবে লিগের ভাগ্য। সুপার লিগের লড়াই শুরু হবে আগামী ১৮ এপ্রিল।
এদিকে দোলেশ্বরের সঙ্গে অবনমন হবে আরেকটি দলের। যেখানে লড়বে লিগ টেবিলের শেষ ৩ দল নবাগত সিটি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি আর মোহাম্মদ আশরাফুলের ব্রাদার্স ইউনিয়ন। এই তিন দল নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। যেখান থেকে বাদ পড়বে একটি দল, বাকি দুই দল টিকে থাকবে পরবর্তী মৌসুমের জন্য।
এবারের লিগে সবচেয়ে আপসেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুপার লিগের টিকিট না পাওয়া। তারকাসমৃদ্ধ দল গড়েও ৭ নম্বরে থেকে লিগ শেষ করতে হলো তাদের। ৮ নম্বর অবস্থান শাইনাপুকুর ক্রিকেট ক্লাবের।
লিগ পর্বের মতোই সুপার লিগে ৩টি করে ম্যাচ। যেখানে সুপার লিগে ভেন্যু তালিকায় মিরপুর আর বিকেএসপি। রেলিগেশন পর্বের খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে।
টিআইএস