ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না একেবারেই। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে কি না, নিশ্চিত নয় সেটি। ক্লাবটির সমর্থকরাও স্বাভাবিকভাবেই সন্তুষ্ট নন। তারা এবার প্রতিবাদ করতে হাজির হয়েছেন ক্যারিংটনে ইউনাইটেডের অনুশীলন ভেন্যুর সামনে।

তাদের প্রতিবাদটা মূলত ক্লাবের মালিক গ্ল্যাজার্স পরিবারের বিরুদ্ধেই। তবে খেলোয়াড়দের নিয়েও নিজেদের অসন্তোষ প্রকাশ করছেন তারা। ‘ক্লাবের জার্সির জন্য উপযুক্ত নয়’ এমন ব্যানার নিয়েও প্রতিবাদ করতে দেখা গেছে সমর্থকদের। যদিও প্রতিবাদ এখনও শান্তিপূর্ণ আছে বলেই জানা গেছে।

শুক্রবার ক্লাবের সামনে এসে প্রতিবাদ শুরু করেন ওই সমর্থকরা। দ্রুতই তাদের সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। পরে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ক্লাবের এক মূখপাত্র জানিয়েছেন, সর্মথকদের মতামতকে সম্মান করেন তারা।

তিনি বলেছেন, ‘আজকে ছোট ও শান্তিপূর্ণ একটা প্রতিবাদ হয়েছে ক্যারিংটনে অনুশীলন মাঠের বাইরে। আমরা ক্লাবের সমর্থকদের মতামতকে সম্মান জানাই আর তাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে এখন অবধি প্রতিজ্ঞাবদ্ধ।’

সমর্থকদের হতাশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাফ রাঙ্কনিক বলেছেন, ‘আমরা সবাই জানি যে ফুটবল আবেগের খেলা, এটা আমরা সবাই বুঝতে পারি। আমরা টেবিলে যেখানে আছি ও এভারটনের বিপক্ষে হারায় তারা হতাশ এটা আমরা বুঝতে পারি।’

‘আমি এখনও বিশ্বাস করি আমাদের সমর্থকরা অন্যতম সেরা, যদি ইংল্যান্ডে সেরা না হয়; যতক্ষণ তারা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করে ও যতক্ষণ না তারা স্টেডিয়ামে দলকে সমর্থন করে। আমি বুঝতে পারি তারা হতাশ।’

গত নভেম্বরে ওলে গানার শোলজারকে সরিয়ে কোচ করা হয় রাঙ্কনিককে। তাতে যেন ইউনাইটেডের দুর্দশা বাড়ে আরও। চ্যাম্পিয়ন্স লিগে থেকে তারা ছিটকে গেছে আগেই। ইংলিশ প্রিমিয়ার লিগেও তারা ৩১ ম্যাচ শেষে আছে টেবিলের সাত নম্বর স্থানে। দায়িত্বে থাকা ২২ ম্যাচের কেবল ৯টিতে জয় পেয়েছেন রাঙ্কনিক।

এমএইচ