দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ দলের হয়ে বল হাতে অবদান রাখেন শরিফুল ইসলাম। টাইগারদের তিন ফরম্যাটে জার্সিতে নিয়মিত হয়ে ওঠা এ বাঁহাতি পেসার খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় সাদা পোশাকের এই দুই ম্যাচ না খেলেই দেশে ফিরে আসেন। সে চোট থেকে অবশ্য সেরে উঠেছেন শরিফুল। তবে দীর্ঘদিন ধরে ‘নন স্পোর্টস’ ইনজুরি চোট বেড়াচ্ছেন শরিফুল। সেই চোটের মাত্রা বেড়ে যাওয়ায় অপারেশন করতে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

আজ সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

এই সিরিজে পাওয়া যাবে কিনা জানতে চাইলে শরিফুল বললেন, ‘দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার।’

শরিফুলের এই ‘নন স্পোর্টস’ রিলেটেড চোট বেশ পুরোনো। বলা যায় শৈশব থেকে টেনে বেড়াচ্ছেন তিনি। তবে এই চোটটি অন্য সব ইনজুরি থেকে ব্যতিক্রম। স্থায়ী নয় এ চোট। মাঝেমধ্যে ব্যথা বাড়ে আবার চলে যায়। তবে এবার সেই তীব্রতা বাড়ায় স্থায়ী সমাধানের পথে হাঁটছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলছিলেন, ‘শরিফুলের দুইটা সমস্যা আছে, একটা স্পোর্টস রিলেটেড একটা নন স্পোর্টস রিলেটেড। স্পোর্টস রিলেটেড যে সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসে, সেই সমস্যাটা এখন অনেকটাই কেটে গেছে। ওর আঙ্কেলের ব্যথা পুরোটাই কেটে গেছে। তবে ওকে আমরা ডিপিএলে অংশগ্রহণ করা থেকে বিরত রেখেছি। যেন ওর পুনর্বাসন প্রক্রিয়াটা ভালো ভাবে সম্ভব নয় এজন্য।’

যোগ করেন দেবাশিষ, ‘স্পোর্টস রিলেটেড যে ইনজুরির জন্য সে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিল, সেটা নিয়ে কোনো শঙ্কা এই মুহূর্তে নেই। কিন্তু একটা নন স্পোর্টস রিলেটেড ইনজুরি ওকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। যেটার একটা সার্জিক্যাল সলিউশন দরকার। এজন্য আমরা এই উইন্ডোটাকে ব্যবহার করতে চাচ্ছি। ওর ছোট সার্জারিটা সম্পূর্ণ করে আমরা যদি তাড়াতাড়ি ফেরত আনতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি খেলায় ফিরতে পারবে। এই সার্জারিটা আমরা সিঙ্গাপুর করানোর চিন্তা ভাবনা করছি।’

টিআইএস/এনইউ