ফুটবল-ক্রিকেটের বাইরে দেশের অন্য খেলাগুলোয় পৃষ্ঠপোষকতা সংকট। দেশের তৃতীয় বড় খেলা হকিতেও সেই সংকট কিছুটা থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ হকি দল ভালোই পৃষ্ঠপোষকতা পাচ্ছে। 

আগামী মাসে বাংলাদেশ হকি দলের দুটো বড় টুর্নামেন্ট। মে মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে এশিয়ান গেমস বাছাই আর তৃতীয় সপ্তাহে জাকার্তায় এশিয়া কাপ হকি। এই দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে এসে দাড়িয়েছে মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড। 

বাংলাদেশ হকি ফেডারেশনকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দিয়েছে ব্যাংকটি। আজ বুধবার রাজধানীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে চেক তুলে দেন মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর।

চেক হস্তান্তর পর্ব শেষে বাংলাদেশ জাতীয় হকি দল ফেডারেশনের সভাপতির সঙ্গে এক ফটোসেশনে অংশ নেয়। এ সময় জাতীয় দলের মালয়েশিয়ান কোচ গোপীনাথান, ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ হকি দল গোপীনাথানের অধীনে বিকেএসপিতে অনুশীলন করছে। ১২ এপ্রিল ৩৬ জন নিয়ে অনুশীলন শুরু হওয়ার পর গতকাল সেই সংখ্যা ২০ এ নামিয়ে আনা হয়। এই স্কোয়াড ব্যাংকক যাওয়ার আগ পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে। ৩ মে এশিয়ান গেমস বাছাইয়ে অংশ নেয়ার লক্ষ্যে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা জিমিদের। 

এজেড/এটি/এনইউ