আন্দ্রে রাসেলের পাওয়ার হিটিংয়ের কথা কে না জানে! নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিশ্বজোড়া খ্যাতি তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্স এবং নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ অনেক ম্যাচে জয়ের মুখ দেখেছে মিডল অর্ডারে তার বিস্ফোরক ব্যাটিংয়ের বদৌলতে।

এখন আইপিএলে কলকাতার হয়ে খেলছেন রাসেল। সেখানে মাঠে ব্যাটের ঝলক তো দেখাচ্ছেনই, নেট সেশনেও তার বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে। সম্প্রতি কলকাতা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে নেটে অনুশীলনের সময় রাসেলের জোরালো এক শটে বল গিয়ে আঘাত করেছে পাশেই রাখা একটি চেয়ারে, শটের তীব্রতায় চেয়ারের মাঝে বেশ বড়সড় একটি ছিদ্র হয়ে যায়।

কলকাতা ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘মাসল রাসেলের তাণ্ডব দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন!’

আইপিএলের এবারের আসরেও দারুণ ফর্মে আছেন রাসেল। ব্যাট হাতে ৮ ম্যাচে ৪৫.৪০ গড়ে ২২৭ রান করেছেন যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, আবার বল হাতেও তুলে নিয়েছেন ১০ উইকেট। তার দল কলকাতা অবশ্য এবারের আসরে খুব একটা সুবিধা করতে পারছে না, ৮ ম্যাচ খেলে রয়েছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।

এইচএমএ/এটি