এবার যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানাচ্ছে শাহরুখের নাইট রাইডার্স
এবার যুক্তরাষ্ট্রে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট টি-টোয়েন্টির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের মাটিতে বানাচ্ছে স্টেডিয়াম। খোদ নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খান এই ঘোষণা দিয়েছেন।
বৃহত্তর লস এঞ্জেলসের মেট্রোপলিটন অঞ্চলে স্টেডিয়ামটি বানাতে চলেছে নাইট রাইডার্স গ্রুপ ও এমএলসি কর্তৃপক্ষ। স্টেডিয়ামটির নকশা তৈরি করেছে এইচকেএস। এই পদক্ষেপের ইতিবাচক প্রভাবের নিয়ে আত্মবিশ্বাসী শাহরুখ খান।
বিজ্ঞাপন
নাইট রাইডার্স গ্রুপের কর্ণধার শাহরুখ এই স্টেডিয়াম বানানোর বিষয়ে বলেন, ‘আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই আমরা মেজর লিগ ক্রিকেটে বিনিয়োগ করতে চলেছি। এই পদক্ষেপটা নাইট রাইডার্সকে টি-টোয়েন্টির বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার কৌশলের সঙ্গে চলনসই। বৃহত্তর লস এঞ্জেলসে বিশ্বমানের স্টেডিয়াম বানানোর পরিকল্পনাটা আমাদের ও এমএলসির জন্য রোমাঞ্চকর। বিশ্বের সবচেয়ে আইকনিক মহানগর অঞ্চলে এমন একটা স্টেডিয়াম ক্রিকেটের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
কী থাকছে না এই স্টেডিয়ামে? থাকছে স্টেট-অব-দ্য আর্ট ট্রেনিংয়ের পরিকাঠামো, আইসিসির নীতিমালা মেনে আন্তর্জাতিক মানের পিচ, ফ্লাডলাইট, লকার রুম, পার্কিং সুবিধা, বিশ্রাম নেওয়া ও খেলা দেখার জন্য অভিজাত সবরকম ব্যবস্থা। যে সুযোগ সুবিধা নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই স্টেডিয়াম তৈরি হচ্ছে সে কারণে ক্রিকেটপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলে আশা মেজর লিগ ক্রিকেটের।
বিজ্ঞাপন
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। এর বাইরেও ভবিষ্যতে পুরুষ ও নারী ক্রিকেটে আরও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্যও উদ্যোগ নেবে ইউএসএ ক্রিকেট। আর সেসবে অংশীদার হতেই এই চেষ্টা শাহরুখের নাইট রাইডার্স গ্রুপের।
তবে এই স্টেডিয়াম বানানোর পেছনে আরও একটা অভিপ্রায় সম্পর্কে ধারণা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। ২০২৮ অলিম্পিক আয়োজিত হবে সেই শহরেই। তাতে ক্রিকেট যোগ হওয়ার সম্ভাবনা আছে। স্টেডিয়াম বানানো হলে অলিম্পিকের আয়োজনও করার একটা সুযোগ তৈরি হবে সামনে। সে কারণেই লস এঞ্জেলসে স্টেডিয়াম বানানোর কাজে হাত দিয়েছে নাইট রাইডার্স গ্রুপ।
এনইউ/এটি