তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের মধ্যে যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের দৌড়ে পাল্লা দিয়ে ছুঁটছেন এই দুইজন। কখনো মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম, কখনো আবার তামিমকে টপকে সবার ওপরে উঠছেন মুশফিক। এবার আবার সতীর্থ মুশফিককে পিছনে ফেলে চূড়ায় উঠলেন বাঁহাতি ব্যাটিং ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ৪৮৪৮ রানে শুরু করেন তামিম। মুশফিকের সংগ্রহে আছে ৪৯৩২ রান। দলের হয়ে নিজেদের প্রথম ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দারুণ শুরু পেয়েছেন তামিম। ব্যক্তিগত সংগ্রহ যখন ৮৫ রান ছাড়িয়েছে, তখনই মুশফিকে পিছনে ফেললেন তিনি।

এই প্রতিবেদন লেখার সময় টেস্টে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। গড়লেন ইতিহাস। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা এই ব্যাটসম্যান বর্তমানে ৮৬ রানে ব্যাট করছেন।

তবে তামিম কতক্ষণ শীর্ষস্থান ধরে রাখে সেটিই এখন দেখার বিষয়। চট্টগ্রাম টেস্টে এখনো ব্যাট হাতে না নামা মুশফিকের সামনেও সুযোগ থাকছে এই ম্যাচেই তামিমকে টপকে আবার চূড়া দখলে নেওয়ার। যেভাবে হাত ধরাধরি করে দৌড়াচ্ছেন দুইজন, তাতে তাদের এই শীর্ষে ওঠার ইঁদুর-বিড়াল খেলা সহসা শেষ হচ্ছে না।

টিআইএস/এটি/এইচএমএ