চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন যেখানে শেষ করেছিলেন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর লিটন দাস, আজ বুধবার চতুর্থ দিন ঠিক সেখান থেকেই শুরু করে দলকে টেনে নেন তারা। এদিন সকালের সেশনে দাপুটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের শাসন করে দুইজন। প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি স্বাগতিক শিবির। তবে বিরতি কাটিয়ে ফিরেই টালমাটাল অবস্থা। তাতে অবশ্য লঙ্কানদের ৩৯৭ রান টপকে লিড পেতে সমস্যা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।

বুধবার প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে ৩ উইকেট হারায় বাংলাদেশ দল। সাকুল্য ৬ উইকেট খুইয়ে তাদের সংগ্রহ ৪৩৬ রান। যেখানে মুশফিকের সেঞ্চুরির কল্যাণে ৩৯ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা। বিরতি কাটিয়ে ফিরে মুশফিক ১০৪ এবং নাঈম হাসান ৪ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করবেন।

চতুর্থ উইকেটে মুশফিক-লিটনের ১৬৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৩ উইকেট হারিয়ে ৩৮৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ দল। যেখানে মুশফিক ৮৫ আর লিটন ৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। তবে বিরতিটাই যেন কাল হলো লিটনের জন্য। ফিরেই সেশনের প্রথম বলে আউট হয়ে গেলেন তিনি। লঙ্কান পেসার রাজিথার করা অফ স্টাম্পের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে তাড়া করতে গেলে ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে কিপার নিরোশান ডিকওয়েলার গ্লাভসে। ১৮৯ বলে ১০ চারে ৮৮ রানে ফেরেন তিনি।

লিটনের আউটের পর ১৩৩ রানে রিটায়ার্ড হার্ট হওয়া তামিম আবার ব্যাট হাতে নামেন। তবে তার ফেরাটাও সুখকর হলো না। বলেই বলেই বোল্ড এই বাঁহাতি। রাজিথার করা বলটি ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, তবে সুইং করে ভেতরে ঢোকা বলের লাইন পুরোপুরি মিস করেন তামিম। তার ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে মিডল-স্টাম্পে। ১৫ চারে ২১৭ বলে করা ১৩৩ রানের সঙ্গে কোনো রান যোগ করতে পারেননি তামিম।

এরপর ব্যাট হাতে নেমে রাজিথার হ্যাটট্রিক থামান সাকিব আল হাসান। তবে করোনা মুক্ত হয়ে ফিরে বল হাতে যেমন সাবলীল ছিলেন তিনি, ব্যাট হাতে ততটা প্রাণবন্ত দেখা যায়নি তাকে। তবুও চেষ্টা করেছেন মানিয়ে তিনি। তাতে বিপদ বাধিয়েছেন কয়েকবার। একবার ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর অসিথা ফার্নান্দোর শর্ট বল লেগ সাইডে খেলতে গিয়ে আঘাত পান হেলমেটে। পরে একই শট খেলতে গিয়ে ফিরেছেন ২৫ রান করে।

১৪৭তম ওভারের প্রথম বলটি সাকিবের শরীর সোজা করেন অসিথা। র‍্যাম্প শট খেলার চেষ্টা করেন সাকিব। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি। ব্যাটের কানা নিয়ে সহজ ক্যাচ যায় কিপার নিরোশান ডিকওয়েলার গ্লাভসে। সাকিবের ফেরার পর ব্যাট হাতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তার এই শম্ভুকগতির শতকটি আসে ২৭০ বলে, ৪টি চারের মারে।

মুশফিকের সেঞ্চুরির পর চা বিরতিতে যায় দুই দল। দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেট খুইয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩৬ রান। ৩৯ রানের লিড নিয়েছে টাইগাররা। বিরতি কাটিয়ে ফিরে মুশফিক ১০৪ এবং নাঈম ৪ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করবেন।

টিআইএস/এটি