রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। একটা রেকর্ড হলে তার পরমুহূর্ত থেকে শুরু হয়ে যায় সেটা ভাঙার চেষ্টা। খেলার জগতে তো রেকর্ড ভাঙাগড়ার এই প্রক্রিয়া চিরন্তন। তবে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের একটাই চাওয়া, একদিনের ক্রিকেটে দেশের হয়ে তার সর্বোচ্চ রানের রেকর্ড আর যে-ই ভাঙুক, অন্তত ডলার যেন সেটা না ভাঙে!

দক্ষিণ এশিয়ার অর্থনীতি অস্থির সময় পার করছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং তার ফলে সৃষ্ট দুরবস্থার কথা তো সবার জানা। এবার পাকিস্তানেও অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। দেশটিতে ডলারের দাম আকাশ ছুঁয়েছে। এক ডলার কিনতে এখন পাকিস্তানিদের খরচ করতে হচ্ছে ২০০.৪৫ রুপি।

ফখর জামান ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২১০ রানের রেকর্ড গড়েছিলেন। ১৫৬ বলে তার খেলা সেই ইনিংসটির ধারেকাছেও আসতে পারেননি এখনো দেশটির অন্য কোনো ক্রিকেটার। তবে পাকিস্তানে মার্কিন ডলারের দাম তার রেকর্ড ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে রয়েছে!

সেজন্যই কৌতুকাবহে পাকিস্তানের এই তারকা ব্যাটার বললেন, ‘আমার ২১০ রানের রেকর্ড ডলার যেন না ভাঙে, এটাই আমার চাওয়া।’

এইচএমএ/এটি