সাবেক কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভেট্টোরি ছাড়াও অস্ট্রেলিয়ার আন্দ্রে বরোভেককেও হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভেট্টোরি। এরপর থেকেই কোচিংয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। সাবেক কিউই স্পিনার ভেট্টোরি ২০১৯ সালে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালস এবং ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টে মিডলসেক্সের হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

আইপিএল বেঙ্গালুরুর কোচ হিসেবে অস্ট্রেলিয়ার বর্তমান হেড কোচ ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে ভেট্টোরির। সেখানে ভেট্টোরির সহকারী হিসেবে কাজ করেছিলেন ম্যাকডোনাল্ড।

এদিকে ম্যাকডোনাল্ডের অপর সহকারী আন্দ্রে বরোভেক অবশ্য কখনো পেশাদার ক্রিকেট খেলেননি। তবে ম্যাকডোনাল্ডের সঙ্গে পূর্বে তারও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। ম্যাকডোনাল্ড যখন শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়া এবং বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হেড কোচের দায়িত্বে ছিলেন, তখন বরোভেক দুই জায়গাতেই ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

এইচএমএ/এটি