ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলায় গোটা এক সেশন গেল বৃষ্টির পেটে। লাঞ্চ ব্রেক থেকে টি ব্রেক শুরু হলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। মিরপুরে বৃষ্টি থামলেও এখনো শুরু করা যায়নি খেলা। ২.১০ মিনিটে একবার মাঠ পরিদর্শন করে ফিল্ড আম্পায়াররা। তবে মাঠ খেলার উপযোগী না হওয়ায় সময় অনুযায়ী ২.৪০ মিনিটে চা বিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে দুপুর ৩টায় আবার মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।

এরই মধ্যে বৃষ্টির কারণে নষ্ট হয়েছে ২ ঘণ্টার খেলা। বুধবার দুপুর ৩টায় মাঠ পরিদর্শন হলেও খেলা শুরু হতে আরো দেরি হবে। সেক্ষেত্রে তৃতীয় ও শেষ সেশনও পূর্বের সময় অনুযায়ী শুরু করা সম্ভব নয়।

প্রথম সেশনের শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসে একটি বল করলে মিরপুরে শুরু হয় বৃষ্টি। ফলে ৫ বল আগেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। এতে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে বিরতিতে গেছে লঙ্কানরা। 

অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রান নিয়ে আবার ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের থেকে প্রথম ইনিংসে এখনো ১৫৫ রানে পিছিয়ে শীলঙ্কা।

টিআইএস/এইচএমএ/এটি