জাতীয় দলের বাইরে এবং আশপাশে থাকা ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রাখতে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল গঠনের পরিকল্পনা ছিল বিসিবির। এরই মধ্যে শেষ হয়েছে বাংলাদেশ টাইগার্সের প্রথম কর্মসূচি। দ্বিতীয় কর্মসূচির জন্য বুধবার ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে নাম নেই অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোমের।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শুভাগত। জাতীয় দলের ভাবনায় তার নাম উচ্চারণ হয় বেশ জোরেশোরেই। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসানের ইনজুরিতে অফ স্পিনারের ভাবনায়ও সংবাদ মাধ্যমে এসেছে শুভাগতর নাম। তবে সুযোগ মেলেনি। এমনকি বাংলাদেশ টাইগার্সেও নেই তিনি।

কোথায় শুভাগত? নাম প্রকাশে অনিচ্ছুক দল নির্বাচনে সংশ্লিষ্ট একজন জানান, শুভাগত পারিবারিক কারণে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে সময় দিতে পারবেন না। সে ক্যাম্পের সময় ভারতের কলকাতায় থাকবেন, তাই এবার তাকে রাখা হয়নি।

পরিসংখ্যানে একটু চোখ রাখলেই বোঝা যাবে, শুভাগতর না থাকাটা কেন আশ্চর্যের কারণ। জাতীয় লিগে ৫ ম্যাচে ৮ ইনিংসে ২৫১ রান করেন। গড় ৩৫.৮৫, স্ট্রাইক রেট ৬৬.৪০। বোলিংয়ে ২০ উইকেট নেন। ইকোনমি মাত্র ২.৩৮। বিসিএলকে বলা হয় খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট। এখানে ৪ ম্যাচে ৬ ইনিংসে ৪০০ রান, একটাতেই ১৫২। গড় ১০০। বল হাতে নেন ৪ ম্যাচে ৬ উইকেট। ইকোনমি ৩.১৪!

বিষয়টি নিয়ে শুভাগতর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বোনের পা ভেঙে গেছে তাই তড়িঘড়ি হাসপাতালে যাচ্ছেন। এর মধ্যেই প্রশ্ন শুনে প্রথমেই বলে ওঠেন ‘আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য করতে চাচ্ছি না এখন। ভালো আছি, ভালো থাকতে দিন।’

এরপর কথা প্রসঙ্গে শুভাগত নিজ থেকেই বলেন, ‘আসলে আমার পরিবার কলকাতা থাকে। আমার তো সময় দেওয়া উচিৎ। এ সময়টা আমার খেলার যে গ্যাপ আছে তখন দিতে হবে। এটা ছাড়া তো উপায় নেই। যাওয়া আসার মধ্যে থাকতে হয়।’ 

শুভাগত পরিবারের বাস কলকাতায়। তিনি ঢাকায় আসা যাওয়ার মধ্যে থাকেন। সময় বের করে অংশগ্রহণ করেন ঘরোয়া টুর্নামেন্টে। এবার তার সন্তানও অসুস্থ। বাংলাদেশ টাইগার্স নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হলে শুভাগত জানান, পরিবারকে সময় দিতে হবে।

গতবার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হলেও এবারের ক্যাম্প হবে ঢাকায়। শুরুতে হবে ফিটনেস ট্রেনিং। যা চলবে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। এরপর হবে স্কিল ক্যাম্প। মিপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্প শুরু হবে ১২ জুন থেকে।

এ ক্যাম্পে ডাক পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান, টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম, পেসার আবু জায়েদ চৌধুরী ও হাসান মাহমুদ।

এক নজরে বাংলাদেশ টাইগার্সের জন্য ঘোষিত ২৯ ক্রিকেটার-

সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশাফাকুল আলম, নাহিদুল ইদল্লাম, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমি হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সুমন সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জিম, আব্দুল হালিম, মাইশুকুর রিয়াল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি ও নাজমুল ইসলাম অপু।

টিআইএস/এটি/এইচএমএ