কোটি ভক্তকে চোখের জলে ভাসিয়ে চলে গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব কৃষ্ণকুমার কুন্নাথ। ‘কেকে’ নামে পরিচিত এই সঙ্গীতশিল্পী মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় একটি কনসার্টে পারফর্ম করার পর হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞের।

জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর সংবাদে শোকে স্তব্ধ উপমহাদেশের বিনোদনজগত। ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও তার মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন। তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেকে’র আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষ্মণ কেকে’র মৃত্যুসংবাদ পেয়ে এক টুইটে লিখেছেন, ‘অসাধারণ সঙ্গীতশিল্পী কেকে’র অকালমৃত্যুতে আমি শোকাহত। তার সঙ্গীতের মধ্য দিয়েই সে বেঁচে থাকবে। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য রইল সমবেদনা।’

ভারতের কিংবদন্তি স্পিনার এবং সাবেক কোচ অনিল কুম্বলেও কেকে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ‘কেকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধু-বান্ধবদের জন্য সমবেদনা।’

সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, ‘কলকাতায় পারফর্ম করার সময় অসুস্থ হয়ে কেকের মৃত্যুর খবর শুনে দুঃখ পেয়েছি। জীবন যে কতটা ঠুনকো তারই যেন আরেকটি প্রমাণ।’

‘আমাদের সময়ের একজন অনন্যসাধারণ সঙ্গীতশিল্পীকে আকস্মিকভাবে হারালাম।’-- কেকে’র মৃত্যুতে ভারতীয় ব্যাটার এবং সাবেক অধিনায়ক বিরাট কোহলির টুইট।

এছাড়া ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান, যুবরাজ সিং, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেরাও জনপ্রিয় শিল্পী কেকে’র আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এইচএমএ/এটি