ইংল্যান্ডে মাইনর কাউন্টি ক্রিকেট লিগে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লালিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত পারফর্ম করছেন তিনি। শনিবার কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই বাংলাদেশী ব্যাটসম্যান

১৩৬ বলে খেলা দুর্দান্ত ইনিংসে ৩২ চার এবং ছক্কা হাঁকিয়েছেন আশরাফুল। শুরুতে ব্যাটিং করে তার দল লালিংটন ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান করে। দলের মোট রানের দুই তৃতীয়াংশই এসেছে বাংলাদেশী তারকার ব্যাট থেকে। লালিংটনের হয়ে চলতি মৌসুমে এর আগে একটি সেঞ্চুরি এবং একটি নব্বই ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি।

২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোয়ার্নডন মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায়, আশরাফুলরা পান ১৪৩ রানের বিশাল জয়।

মাইনর কাউন্টি লিগে খেলছেন একঝাঁক আন্তর্জাতিক তারকা। ইংল্যান্ডের ওয়াইস শাহ, পাকিস্তানের ইয়াসির আরাফাত এবং জিম্বাবুয়ের তাতেন্দা তাইবুকে সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন আশরাফুল। বাংলাদেশের সাবেক কোচ এবং উইন্ডিজ কিংবদন্তি গর্ডন গ্রিনিজ আশরাফুলদের ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এইচএমএ/এটি