সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন জালাল ইউনুস। ছবি : ঢাকা পোস্ট

চলতি মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা। এর জন্য আগামী শুক্রবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল দেওয়ার আগে বৃহস্পতিবার করোনাভাইরাসের টিকা নেওয়ার কথা ছিল ক্রিকেটারদের।

এদিন টিকা নিয়েছেন মাত্র ৬ জন খেলোয়াড়। বাকিরা টিকা নেবেন আগামী শনিবার। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, কয়েকজন টিকা নেবেন নিউজিল্যান্ড থেকে ঘুরে আসার পর।

বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল, যারা নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন, শুরুতে তাদেরকে টিকার আওতায় আনা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আজ (১৮ ফেব্রুয়ারি) টিকা দেওয়ার মূল তারিখ নির্ধারণ ছিল। তবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন মোটে ৬ জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ ও নাসুম আহমেদ।

বাকিরা কবে টিকা নিবেন? জানতে চাওয়া হলে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আজকে ছিল মূল তারিখ। যেহেতু আজ সবাই পাচ্ছে না, আগামী ১৯ তারিখ শুক্রবার, এজন্য আগামী ২০ তারিখ বাকিরা সবাই দিবে। আজ ৬ জনের মতো ক্রিকেটার টিকা দিয়েছে। তবে দু-একজন চাচ্ছে ফেরত এসে দিতে। তারা বলতেছে, তারা অনেক ক্লান্ত। বড় একটা সিরিজ গেল সামনে নিউজিল্যান্ড সফর। এজন্য দু-একজন চাচ্ছে একটু দেরি করে দিতে।’ 

ক্রিকেটাররা সবাই টিকা না নিলেও বিদেশি কোচিং স্টাফের সবাই টিকা নিয়েছেন। ছিলেন- হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি। শুরুতে টিকা দেওয়ার ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতা তৈরি হলেও পরবর্তিতে সমাধান হয়েছে।

বিদেশি সাপোর্ট স্টাফরা স্বেচ্ছায় টিকা নিচ্ছেন কিনা জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, ‘এখানে চাপের কোনও সুযোগই নেই। তারা আগ্রহ প্রকাশ করেই এসেছে। তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, যাদের নিতে চাচ্ছে তারা নিচ্ছে। যারা মনে করছে এখন প্রয়োজন নাই, তারা নিচ্ছে না।’

নিউজিল্যান্ড সফরের আগে টিকা দিলেও কি করোনা পরীক্ষা করাতে হবে? জালাল ইউনুস বলেন, ‘করোনা টেস্ট শুরু হয়ে গেছে। আজ আমরা করোনা টেস্ট করলাম। যাওয়ার আগে মোট তিনটি টেস্ট আছে। আগামী ২০ তারিখ একটা আছে, আবার ২২ তারিখ আরেকটা আছে। ওখানে গিয়েও টেস্ট হবে। নামার পর একটা টেস্ট হবে, মাঝামাঝি অবস্থায় একটা হবে। কোয়ারেন্টাইন শেষ হওয়া অবস্থায় একটা হবে।

টিআইএস/এটি/এমএইচ