গতকালই প্রায় ৫৪হাজার কোটি টাকায় আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার ঠিক একদিন পরই সুখবর পেলেন দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটাররা, বেতন বাড়ছে তাদের। সুখবরটা শুধু বর্তমান আর ভবিষ্যৎ ক্রিকেটারদের ভেতরই সীমাবদ্ধ রাখেনি বিসিসিআই। তাদের সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশনও করে দেওয়া হয়েছে দ্বিগুণ। 

দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটাররা আগে মাসে পেতেন ১৫ হাজার রুপি। এই ঘোষণার পর তাদের মাসিক আয় দাঁড়াবে ৩০ হাজার রুপিতে। সাবেকদের ক্ষেত্রেও হারটা একই। ৩০০০০ রুপির নিচে যেসব ক্রিকেটার, আম্পায়ার পেনশন পেতেন, তাদের ভাতা এক লাফে বেড়েছে ২ গুণ। ৩০ হাজারের ওপর থেকে অবশ্য হারটা কমে এসেছে। ৩০ এর ওপর যাদের আয় ছিল, তাদের মাসিক টাকার অঙ্কটা বাড়বে ৭৫ শতাংশ, ৫০ ছুঁয়ে গেলে হারটা নেমে আসছে ৪০ শতাংশে।

এর ফলে দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটারদের আয় ১৫ হাজার থেকে বেড়ে ৩০ হাজার, সাবেক টেস্ট ক্রিকেটারদের পেনশন ৩৭,৫০০ থেকে বেড়ে ৬০ হাজার, নারী ক্রিকেটারদের আয় ৩০ হাজার থেকে বেড়ে ৫২,৫০০ টাকায় গিয়ে ঠেকেছে। 

বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এই বিষয়ে বলেন, ‘সাবেক ক্রিকেটারদের দেখভাল করার গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমরা ভালোভাবেই সামাল দিচ্ছি। খেলোয়াড়রা আমাদের লাইফলাইন, আর তাদের অবসরের পর বোর্ড হিসেবে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।’ 

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, এই বেতন ও পেনশন বাড়ানোর আওতায় আসবেন বিপুল সংখ্যক ব্যক্তি, যাদের তিন চতুর্থাংশই শতভাগ বৃদ্ধির আওতায় পড়বেন। তিনি এক টুইটে লিখেছেন, ‘সাবেক ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাসিক পেনশনে বৃদ্ধির বিষয়টা আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি। প্রায় ৯০০ ব্যক্তি এই সুবিধা পাবেন। যার ৭৫% ব্যক্তি থাকবেন শতভাগ বৃদ্ধির আওতায়।’

বিসিসিআই কোষাধ্যক্ষ বলেন, ‘আম্পায়াররা আমাদের আনসাং হিরো। আর বিসিসিআই তাদের অবদানকে মূল্য দেয়। বিসিসিআই আজ যে পর্যায়ে এসেছে, তাতে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের অবদান অনেক। তাদের মাসিক পেনশনে বৃদ্ধির ঘোষণাটি দিতে পেরে আমরা আনন্দিত।’

এনইউ/এটি