ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয় সাবধানী শুরু করেছেন। তামিম দেখেশুনে খেলার সঙ্গে রানের চাকাও সচল রেখেছেন, তবে অপর প্রান্তে জয়কে রানের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে দশম বল পর্যন্ত।

সেন্ট লুসিয়ার উইকেট বোলিং বান্ধব হবে, এমনটা আগেই জানা গিয়েছিল। ম্যাচের প্রথম ওভারেই কেমার রোচের লাফিয়ে ওঠা তামিমের পরাস্ত হওয়া দেখে নিশ্চিত হওয়া যায়, ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই টেস্টে। সেই ওভারের পঞ্চম বলেই তামিমের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন জানিয়েছিল উইন্ডিজ। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। তবে সে যাত্রায় বেঁচে যান তামিম।

ভাগ্য সুপ্রসন্ন ছিল জয়েরও। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচেরই পরপর দুই বলে আম্পায়ার তাকে আউট দিলেও দুবারই রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। তামিম ইকবাল (৩৭ বলে ২৭*) এবং জয় (২৮ বলে ৮*)।

এইচএমএ