সবশেষ ওয়ানডেটা খেলেছেন সেই ২০২১ সালে। এরপর একে একে কেটে গেছে ৩৫৮ দিন। তবে মোসাদ্দেক হোসেন আর জায়গা পাননি ওয়ানডে দলে। ফিরলেন আজ বুধবার। ফিরেই করলেন বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম উইকেটের দেখাটা তার কল্যাণেই পেল বাংলাদেশ।

পাওয়ারপ্লেতে উইন্ডিজকে চড়ে বসতে দেয়নি বাংলাদেশ। তবে শেই হোপ আর কাইল মায়ার্স উইন্ডিজকে বিপদেও পড়তে দেননি। বাংলাদেশ অবশ্য উইকেটের দেখা পেতে পারত। একটা রানআউট, একই বলে একটা কট বিহাইন্ড আর একটা স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করে সে উইকেটের দেখা অবশ্য পায়নি সফরকারীরা।

ভাগ্যও বাংলাদেশকে বিড়ম্বনায় ফেলেছে বেশ। ইনিংসের অষ্টম ওভারে নাসুম আহমেদ প্রথম ওয়ানডে উইকেটটা পেয়েই গিয়েছিলেন। হোপের বিপক্ষে একটা কট বিহাইন্ডের আবেদন তুলেছিলেন, তাতে আম্পায়ার সাড়াও দিয়েছিলেন।

তবে বিপত্তি বাধায় রিভিউ। তৃতীয় আম্পায়ারের রিভিউতে দেখা যায়, বলটা হোপের ব্যাটেই লাগেনি, শব্দ যা শোনা গিয়েছিল, আর স্নিকোমিটারের স্পাইক যা দেখাচ্ছিল, সেটা ব্যাট মাটিতে লাগার শব্দ। তাতে রিভিউতে সফলতা পায় উইন্ডিজ, বাংলাদেশ পোড়ে হতাশায়।

প্রথম উইকেটের অপেক্ষাটা ক্রমেই বাড়ছিল। ১১তম ওভারে এসে সেই অপেক্ষাটা শেষ করেন ৩৫৮ দিন পর বাংলাদেশের ওয়ানডে একাদশে ফেরা মোসাদ্দেক। গুডলেন্থে আর্মার দিয়েছিলেন মায়ার্সকে, সেটা পড়তে ভুল করেন তিনি। সামনের পায়ে ডিফেন্ড করতে গিয়ে ব্যর্থ হন, বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ২৭ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এনইউ