৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ছোট্ট একটা ‘রিকভারি’ করেছিল উইন্ডিজ। তবে শরিফুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজের তোপে সে প্রতিরোধ ভেঙে গেছে বালির বাঁধের মতো।

শুরুটা করেছিলেন মোসাদ্দেক হোসেন। ১১তম ওভারে বাংলাদেশকে এনে দিয়েছিলেন সাফল্য। এরপরের গল্পটা ছিল কেবল নাসুম আহমদের। রিভিউ-বিষাদ ভুলে তিনি তুলে নেন ৩ ওভারে তিন উইকেট। তাতে ৪৫ রানে ৪ উইকেট খুইয়ে বিপদেই পড়ে যায় উইন্ডিজ। 

তবে ব্রেন্ডন কিং আর রভম্যান পাওয়েল মিলে সে বিপদ থেকে ক্যারিবীয়দের টেনে তোলার দায়িত্বটা নিয়েই নিয়েছিলেন প্রায়। ৮ ওভার টিকে থেকে দুজনের এই জুটি তুলে নিয়েছিল ২৪ রান। উইকেটে যখন দারুণ থিতু দেখাচ্ছিল দুজনকে, তখনই আঘাত শরিফুলের। তাকে মিড উইকেট দিয়ে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন পাওয়েল।

সঙ্গীর বিদায়ের পরের ওভারেই বিদায় নেন কিং। বোল্ড হন মিরাজের বলে। তার ঠিক পরের বলেই রান আউটের কাটায় পড়ে বিদায় নেন আকিল হোসেইন। ৭২ রান তুলতেই ৭ উইকেট খুইয়ে বসে উইন্ডিজ। 

এনইউ