বিরাট কোহলি অনেক দিন ধরেই আছেন দুঃসময়ে। প্রায় তিন বছর হয়ে যাচ্ছে, সেঞ্চুরি পাচ্ছেন না। চোটাঘাতও ভোগাচ্ছে তাকে। উইন্ডিজ সিরিজ থেকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে তাকে। প্রশ্ন উঠছে বিশ্বকাপের দলে জায়গা পাওয়া নিয়েও! এরই মধ্যে তাকে নিয়ে বড় এক বিবৃতি দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেব। জানালেন, বিশ্রাম চাইলে আইপিএলে নেওয়া উচিত কোহলির।

উইন্ডিজ সিরিজে তার না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। ফর্মহীনতার কারণে, নাকি চোট থেকে বাঁচাতে তাকে রাখা হয়নি, সে বিষয়ে কিছু জানানো হয়নি নির্বাচকদের পক্ষ থেকে। সম্প্রতি এবিপি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে কপিল দেবকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। উত্তরে তিনি বলেছেন, ‘সে অনেক বড় এক ক্রিকেটার। বিশ্রাম দিচ্ছেন আপনি যদি তাকে বিশ্রাম দিয়ে থাকেন তাহলে সেটা বড় কথা নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কী করে ফর্মে ফিরবে।’

তবে তার অভিমত, ছন্দে না থাকলে তাকে বাদ দেওয়াও অমূলক নয়। বললেন, ‘আমি বিশ্বাস করি কোহলির আরও অনেক ক্রিকেট বাকি। তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে। কিন্তু বিরাট যদি ফর্মের বাইরে থাকেন তাহলে তাকে বাদ দেওয়াটা অন্যায় নয়।’

আসছে অক্টোবরে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কি কোহলির দরকার আছে ভারতের? এমন প্রশ্নও ধেয়ে গিয়েছিল তার কাছে। জবাবে কপিল বললেন, ‘হ্যাঁ, আমি চাই কোহলি বিশ্বকাপ খেলুক। তবে সেজন্য তাকে আগে ফর্মে ফিরতে হবে। এমন পরিস্থিতিতে তিনি যদি বিশ্রাম নেন, তাহলে ফর্মে ফিরবেন কীভাবে।’

উইন্ডিজ সিরিজে দলে তার না থাকাটা একটা রহস্য হয়েই আছে এখনো। ফর্মের কারণে বাদ, না চোট, নাকি শুধু বিশ্রাম? কেন দলের বাইরে রাখা হলো তাকে, এ নিয়ে রয়েছে গুঞ্জন। তবে যদি কারণটা স্রেফ বিশ্রাম হয়, তাহলেও আপত্তি আছে কপিলের।

তিনি বলেন, ‘কোহলির বয়স ৩৪ বছর। তবে এরপরও বিশ্রামের কথা বললে আমার অদ্ভুত লাগে। তিনি যদি বিশ্রাম নিতে চান তবে আইপিএলে নিতে পারেন, দেশের খেলায় কেন? হ্যাঁ, আমি বলেছি যদি রান না করে, ছন্দে না থাকে তাহলে তাকে বাদ দেওয়া উচিত। তবে আমার বিশ্বাস, কোহলির কঠোর পরিশ্রম করে দলে ফিরে আসা উচিত।’

এনইউ