সুস্মিতার প্রেমিকের বুদ্ধিতে দক্ষিণ আফ্রিকায় ‘মিনি আইপিএল’
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি লিগে খেলতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। আফ্রিকান দেশটির টি-টোয়েন্টি লিগে দল কেনার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল ছয়টি ফ্র্যাঞ্চাইজি। আর এই টুর্নামেন্টের পেছন থেকে কলকাঠি নাড়ছেন আইপিএলের প্রতিষ্ঠাতা সভাপতি ললিত মোদি। ইদানিং ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেম নিয়ে আলোচনায় আছেন তিনি!
গত দশক থেকে ক্রিকেট বিশ্বে রীতিমত রাজত্ব করছে, যার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অভূতপূর্ব সাফল্য। ভারতের দেখাদেখি অন্য দেশগুলোতেও শুরু হয়েছে একই ফরম্যাটের টুর্নামেন্ট।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> সুস্মিতা সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আইপিএল প্রতিষ্ঠাতা!
দক্ষিণ আফ্রিকাও এই ধরনের টুর্নামেন্ট চালু করতে চেয়েছে। দু’বারের চেষ্টায়ও তাদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট সাফল্যের মুখ না দেখায় এবার ভারতের দ্বারস্থ হয়েছে তারা। আইপিএলের সাফল্যের কারিগরদের মেধা কাজে লাগাতে চাইছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকায় এই টুর্নামেন্টের মূল পরিকল্পনা করেছেন আইপিএলের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) সুন্দর রামন। আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ক্রিকেট কর্তা। নতুন এই টুর্নামেন্টের দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
বিজ্ঞাপন
আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার লিগে যে দলগুলো কেনার দৌড়ে এগিয়ে রয়েছে – মুম্বই ইন্ডিয়ান্স (কেপটাউন), চেন্নাই সুপার কিংস (জোহানেসবার্গ), দিল্লি ক্যাপিটালস (প্রিটোরিয়া), রাজস্থান রয়্যালস (পার্ল), সানরাইজার্স হায়দরাবাদ (পোর্ট এলিজাবেথ) এবং লখনউ সুপার জায়ান্টস (ডারবান)।
আরও পড়ুন >> আইপিএলে তো ছুটি নাও না, দেশের হয়ে খেলতে কেন বিশ্রাম?
নতুন এই টি-টোয়েন্টি লিগ সফল করতে বদ্ধপরিকর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্ট আয়োজনের জন্য কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও বাতিল করেছে দেশটি। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ বাতিল করার ফলে ২০২৩ বিশ্বকাপে প্রোটিয়াদের সরাসরি অংশগ্রহণ এখন শঙ্কার মুখে।
২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াতে পারে নতুন এই টুর্নামেন্ট।
ইদানিং নানা কারণে আলোচিত ললিত মোদি। বলিউড সুন্দরী সুস্মিতা সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাবেক আইপিএল কর্তা ললিত মোদি। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন সুস্মিতা সেন। এরপর বলিউডও মাতিয়েছেন তিনি।
এইচএমএ/এটি